মহম্মদ সেলিমের ছেলে এখন ‘অতীশ অবস্থি’! খসড়া ভোটার তালিকায় পদবি বিভ্রাট নিয়ে তুঙ্গে বিতর্ক

এ যেন অবিশ্বাস্য কাণ্ড! সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ছেলে রাতারাতি হয়ে গেলেন ‘ব্রাহ্মণ’। নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, মহম্মদ সেলিমের ছেলে অতীশ আজিজের পদবি বদলে হয়ে গিয়েছে ‘অবস্থি’। শুধু তাই নয়, বাবার নামের জায়গায় মহম্মদ সেলিমের পদবিও বদলে ‘অবস্থি’ লিখে দেওয়া হয়েছে।

এই অদ্ভুত ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। খোদ সেলিম-পুত্র অতীশ আজিজ সোশ্যাল মিডিয়ায় ভোটার কার্ডের সেই স্ক্রিনশট শেয়ার করে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন। তবে কমিশনের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে সাফ জানানো হয়েছে যে, এটি কোনও উদ্দেশ্যপ্রণোদিত ভুল নয়। যদিও এই ‘পদবি বদল’ নিয়ে নেটদুনিয়ায় ট্রোল আর বিতর্কের ঝড় থামছে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy