রবিবার ভোরে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক কৃষকের। মাঠ থেকে সবজি নিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হন তিনি। এই ঘটনায় মুর্শিদাবাদের রেজিনগর থানার তকিপুর মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত কৃষকের নাম ইব্রাহিম শেখ (৫৫), তাঁর বাড়ি রেজিনগরের তকিপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে ইব্রাহিম শেখ সাইকেলে করে সবজি নিয়ে রেজিনগর মার্কেটে যাচ্ছিলেন। জাতীয় সড়ক পারাপার হওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো বাসটি সোজাসুজি এসে সাইকেল আরোহী ইব্রাহিম শেখকে ধাক্কা দেয়।
সঙ্গে সঙ্গেই বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন ওই কৃষক। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই পরিবার ও পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক বাসটি দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। রেজিনগর থানার পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ঘাতক বাসের চালক ও ট্রাকের খোঁজ চালাচ্ছে।