‘মমতা আর ইউনুসের মধ্যে পার্থক্য নেই!’ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিষ্ফোরক শুভেন্দু

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে অভিযানে গিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ওপার বাংলার পরিস্থিতির সঙ্গে এপার বাংলার তুলনা টেনে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আর মহম্মদ ইউনুসের মধ্যে কোনও পার্থক্য নেই। আক্রমণকারীরাও এক, শুধু জায়গা দুটো আলাদা।”

বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে শুভেন্দু এদিন কলকাতা পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে। মালদহের দিপু দাসের খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দিপু দাসকে নিয়ে মমতা বা হুমায়ুন কবীর কেউই মুখ খুলবেন না।” তাঁর দাবি, তুষ্টিকরণের রাজনীতির কারণেই রাজ্যে অপরাধীদের সাহস বাড়ছে। আগামী নির্বাচনে পদ্ম শিবিরকে জেতানোর ডাক দিয়ে তিনি বলেন, “একবার বিজেপিকে ক্ষমতায় আনুন, এই সব অশান্তি আর অরাজকতা চিরতরে বন্ধ হয়ে যাবে।” শুভেন্দুর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy