‘মতুয়ারা তৃণমূলের দয়ায় বেঁচে নেই’, তাহেরপুর থেকে ফিরেই এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মোদী!

শনিবার কুয়াশার কারণে নদীয়ার তাহেরপুরে নামতে না পেরে অডিয়ো বার্তায় বক্তব্য শেষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই বার্তায় মতুয়াদের নাগরিকত্ব বা এসআইআর (SIR) নিয়ে কোনো দিশা না থাকায় সরব হয়েছিল তৃণমূল। দিল্লি ফেরার পর এবার এক্স (X) হ্যান্ডেলে মতুয়া ও নমঃশূদ্রদের জন্য সরাসরি বার্তা দিলেন তিনি।

মোদী তাঁর পোস্টে স্পষ্ট জানান, “প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তাঁরা এখানে তৃণমূলের দয়ায় বেঁচে নেই।” তিনি সিএএ (CAA) আইনের প্রসঙ্গ টেনে বলেন যে, নাগরিকত্ব আইনের ফলেই ভারতে তাঁদের সম্মানের সঙ্গে বসবাসের পূর্ণ অধিকার রয়েছে। একইসঙ্গে তাঁর আশ্বাস, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এই সম্প্রদায়গুলি আরও বেশি সরকারি পরিষেবা পাবে।

এদিকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, “২০১৯-এর আইন রূপায়িত করতে কেন এত সময় লাগল? মাত্র ৮ জনকে নাগরিকত্ব দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে বিজেপি।” তৃণমূল নেতা কুণাল ঘোষও কটাক্ষ করে বলেন যে, প্রধানমন্ত্রী যখন মঞ্চে ছিলেন বা অডিয়ো বার্তা দিচ্ছিলেন, তখন এই জরুরি কথাটি বললেন না কেন? সব মিলিয়ে মতুয়া ভোটব্যাঙ্ককে ঘিরে বঙ্গ রাজনীতিতে সংঘাত এখন তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy