নিজে হেঁটে-চলে বেড়াচ্ছেন, অথচ সরকারি খাতায় তিনি ‘মৃত’! নির্বাচন কমিশনের খসড়া তালিকা প্রকাশিত হতেই চক্ষু চড়কগাছ বাঁকুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা আরতি সহিসের। পরিবারের বাকি পাঁচ সদস্যের নাম তালিকায় থাকলেও, ৫৮ বছর বয়সী আরতির নাম ঠাঁই পেয়েছে মৃতদের তালিকায়। এই ঘটনায় একদিকে যেমন ভোটাধিকার হারানোর ভয়, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার ও রেশনের মতো সরকারি সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে আরতির।
ঘটনাটি জানাজানি হতেই বাঁকুড়ায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কাউন্সিলর বন্দনা লোহারের দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ‘ভুয়ো ভোটার’ তত্ত্ব খাড়া করতেই জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে। অন্যদিকে, বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা পাল্টা তোপ দেগে জানিয়েছেন, বিএলও (BLO) নিয়োগ করেছে রাজ্য সরকার, তাই এই ভুলের দায় রাজ্যকেই নিতে হবে। কমিশন ওই বিএলও-র বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও তিনি জানান। খসড়া তালিকায় এহেন বিভ্রাট শুধু আরতি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, যা নিয়ে সরগরম রাজনৈতিক মহল।