ভোটার তালিকা সংশোধন, হিয়ারিংয়ে ডাক পড়লে কী করবেন? কোন জরুরি নথিপত্র সঙ্গে রাখা আবশ্যিক?

যদি আপনার ভোটার তথ্য নিয়ে কোনো গোলমাল থাকে, খসড়া তালিকায় আপনার নাম না থাকে, অথবা আপনার দেওয়া কোনো তথ্য নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সন্দেহ জাগে, তাহলেই কমিশন আপনাকে হিয়ারিংয়ে (Hearing) ডেকে পাঠাবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, কমিশনের তরফ থেকে নোটিস বা মোবাইলে মেসেজের মাধ্যমে এই শুনানির বিষয়ে জানানো হবে, যা আপনার এলাকার বিএলও (BLO) বাড়িতে এসে পৌঁছে দেবেন।

কোথায় হবে হিয়ারিং এবং কী করবেন?

সাধারণত, আপনার জেলার মধ্যেই কোনো সরকারি অফিসে এই হিয়ারিং অনুষ্ঠিত হবে। এটি জেলা শাসকের (DM) অফিস অথবা আপনার মহকুমা শাসকের (SDO) অফিসে হতে পারে।

এই হিয়ারিংয়ে গিয়ে আপনাকে মূল যে কাজটি করতে হবে, তা হলো সংশ্লিষ্ট ইআরও (ERO) বা এইআরও (AERO) অফিসারদের প্রশ্নের উত্তর দেওয়া। অফিসাররা জানতে চাইবেন, ঠিক কোন তথ্য বা নথি দেখে কমিশনের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং কেন আপনাকে ডাকা হয়েছে। এরপর তারা আপনার দাবি প্রমাণের জন্য বৈধ নথি দেখতে চাইবেন।

হিয়ারিংয়ে কী কী ডকুমেন্ট দেখাতে হবে?

যদি আপনার পরিচয় বা জন্ম তারিখ নিয়ে কমিশনের মনে সন্দেহ জাগে, তবে আপনাকে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি সঙ্গে রাখতে হবে এবং দেখাতে হবে:

  • জন্ম তারিখের প্রমাণপত্র: আপনার বার্থ সার্টিফিকেট (Birth Certificate) বা তার সমকক্ষ কোনো বৈধ নথি দেখাতে হবে।

  • ঠিকানার প্রমাণপত্র: আপনার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র অবশ্যই দেখাতে হবে।

  • স্থায়ী বাসিন্দার প্রমাণ: আপনি যে এই বাংলার স্থায়ী বাসিন্দা, সেই সংক্রান্ত প্রমাণও নির্বাচন কমিশন দেখতে চাইবে।

মনে রাখবেন, হিয়ারিংয়ে গিয়ে সঠিকভাবে সব নথি দেখাতে পারলে তবেই আপনার তথ্য সংশোধিত হবে বা তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy