পশ্চিমবঙ্গে বর্তমানে ভোটার তালিকা যাচাইয়ের কাজ (SIR) তুঙ্গে। এরই মাঝে সাধারণ ভোটার ও বুথ লেভেল অফিসারদের (BLO) ভোগান্তি কমাতে বিএলও অ্যাপে (BLO App) বড়সড় প্রযুক্তিগত আপডেট আনল নির্বাচন কমিশন। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তথ্যের অসঙ্গতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, নতুন এই ফিচারের ফলে তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।
কী এই ‘রি-ভেরিফাই’ ফিচার? বিএলও অ্যাপে যুক্ত হয়েছে ‘Re-verify Logical Discrepancy’ নামক একটি বিশেষ অপশন। এর মাধ্যমে ২০০২ সালের পুরনো ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের সামঞ্জস্য রাখা হবে। নামের বানান, মধ্য নাম বা পদবীতে সামান্য পার্থক্য থাকলে এখন আর ভোটারদের সশরীরে শুনানিতে হাজির হওয়ার প্রয়োজন নাও হতে পারে। বিএলও-রা অ্যাপের মাধ্যমেই একটি আন্ডারটেকিং বা মুচলেকা দিয়ে এই ছোটখাটো ভুলগুলো সংশোধন করতে পারবেন।
সহজ হবে নাম ‘ম্যাপিং’: যাদের তথ্য এখনও ২০০২ সালের তালিকার সঙ্গে লিঙ্ক করা নেই (Unmapped), বিএলও-রা এখন প্রয়োজনীয় নথির হার্ড কপি সরাসরি অ্যাপে আপলোড করে সেই সমস্যার সমাধান করতে পারবেন। রাজ্যে প্রায় ৩০ লক্ষ মানুষের তথ্যে এই ধরনের অসঙ্গতি রয়েছে। কমিশন সূত্রে খবর, সফ্টওয়্যার আপডেটের কাজ সম্পূর্ণ হলে আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে শুনানি পর্ব শুরু হতে পারে। এই নতুন ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের সময় ও হয়রানি দুই-ই কমবে।