রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন কাজের চাপ নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠল। একটানা SIR-এর কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের দিঘা প্রাইমারি স্কুলের শিক্ষক জাকির হোসেনের, যিনি একজন বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে কাজ করছিলেন।
পরিবার এবং সহকর্মীদের অভিযোগ, একটানা এবং অতিরিক্ত কাজের চাপই এই শিক্ষকের প্রাণ কেড়ে নিল।
পরিবারের অভিযোগ:
পরিবারের দাবি, জাকির হোসেন গত কয়েকদিন ধরে নিরন্তর মাঠ পর্যায়ে তালিকা সংশোধনের কাজে ব্যস্ত ছিলেন। স্কুলের কাজের পাশাপাশি বাড়তি দায়িত্ব সামলাতে গিয়ে তাঁর ওপর মানসিক ও শারীরিকভাবে চাপ বাড়ছিল।
বৃহস্পতিবার সকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
রাজ্যে বিএলও-দের মৃত্যুর মিছিল:
মুর্শিদাবাদের এই ঘটনা নিয়ে রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালীন এখন পর্যন্ত মোট চারজনের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে:
বর্ধমান: এক মহিলা বিএলও-র মৃত্যু হয়েছিল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে।
মালবাজার ও নদিয়া: দুই বিএলও আত্মঘাতী হন। সেখানেও পরিবারের সদস্যরা কাজের চাপের কথাই উল্লেখ করেছিলেন।
এছাড়া নামখানা ও কোন্নগরের মতো বিভিন্ন স্থানে একাধিক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই মৃত্যুর ঘটনাগুলির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, কোনো বিএলও-র মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা এবং অসুস্থ হলে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে সরকারের আর্থিক ঘোষণার পরেও কাজের চাপ ও মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠছে।