রাজ্যে ভোটার তালিকা সংশোধন (SSR) প্রক্রিয়া শুরু হতেই অনুপ্রবেশকারী ইস্যুতে ফের তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের রাজনীতি। জামালপুরের জোতশ্রীরাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রূপালি বিশ্বাস এবং তাঁর মা আদতে বাংলাদেশি— এই বিস্ফোরক অভিযোগ তুলে জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের বিএলও-দের ওপর চাপ সৃষ্টি করে সুপরিকল্পিতভাবে বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তোলা হচ্ছে।
বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে জামালপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘সস্তার রাজনীতি’ বলে উড়িয়ে দিয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রূপালি বিশ্বাসের পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁদের বদনাম করা হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই অভিযোগ সামনে আসায় এখন জেলা নির্বাচনী আধিকারিক কী ব্যবস্থা নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।