ভোটার কার্ড বা এপিক (EPIC) কার্ডে নিজের নাম, বাবার নাম কিংবা জন্ম তারিখ ভুল থাকা অত্যন্ত বিড়ম্বনার। বিশেষ করে সরকারি নানা কাজে এর ফলে বাধার সম্মুখীন হতে হয়। অনেক সময় বাংলা বা ইংরেজি বানানেও থেকে যায় বিস্তর ফারাক। কিন্তু এই ভুল সংশোধন করার পদ্ধতি এখন অত্যন্ত সহজ এবং স্বচ্ছ।
নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, ভোটার কার্ডের যেকোনো তথ্য সংশোধনের জন্য একমাত্র হাতিয়ার হলো ‘ফর্ম ৮’ (Form 8)। আপনার নাম, লিঙ্গ, জন্ম তারিখ কিংবা ঠিকানায় ভুল থাকলে আপনি অনলাইনেই কমিশনের অফিশিয়াল পোর্টালে গিয়ে এই ফর্ম পূরণ করতে পারেন। এছাড়া গুগল বা যেকোনো ব্রাউজারে গিয়ে ‘Form 8’ লিখে সার্চ করলেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করা সম্ভব। যারা প্রযুক্তিতে সড়গড় নন, তারা সরাসরি নিজের এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-র কাছ থেকে এই ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারেন। সঠিক নথিসহ আবেদন করলেই দ্রুত মিলবে ত্রুটিমুক্ত নতুন ভোটার কার্ড।