ওপার বাংলায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী আন্দোলন এবং ভারতীয় দূতাবাসে সাম্প্রতিক হামলা-বিক্ষোভের জেরে বড়সড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা কেন্দ্রগুলি আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা হয়েছে। আর এই পরিস্থিতি নিয়ে এক্স (X) হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়।
তথাগত রায়ের বিস্ফোরক পোস্ট: তথাগত রায় তাঁর পোস্টে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, যারা ভারতের সুবিধা নিয়ে আবার ভারতকেই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, তাদের দিন শেষ। তাঁর বক্তব্যের মূল বিষয়গুলি হলো:
পরিণাম: দূতাবাসে গিয়ে ‘অসভ্যতা’ এবং মৌলবাদী উস্কানির কারণেই ভিসা কেন্দ্র বন্ধ হয়েছে। তথাগতর দাবি, এর পিছনে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রচ্ছন্ন সমর্থন ছিল।
চিকিৎসা পরিষেবা: তিনি লিখেছেন, “বাংলাদেশের অসুস্থ মানুষ, যাঁরা কলকাতায় চিকিৎসা করাতে আসতেন আর হিন্দু ডাক্তারদের ওপর ভরসা করতেন, তাঁদের সমবেদনা জানাই। এবার পাকিস্তান, ব্যাংকক বা সিঙ্গাপুরে গিয়ে তিনগুণ খরচ করে চিকিৎসা করান।”
দ্বিচারিতার জবাব: ভারতে এসে কম খরচে পরিষেবা নিয়ে দেশে ফিরে ভারত-বিদ্বেষ ছড়ানোর অভ্যেস রুখতেই এই কড়া কূটনৈতিক অবস্থান বলে মনে করছেন তিনি।
ভারতীয় রাজনৈতিক মহলের সমর্থন: তথাগত রায়ের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন ভারতের রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে: ১. নিরাপত্তা ও সম্মান: যেভাবে ভারতীয় উপদূতাবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তাতে এই সিদ্ধান্ত সঠিক। ২. নৃশংসতার প্রতিবাদ: ময়মনসিংহে হিন্দু যুবককে পুড়িয়ে মারা এবং বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় যে ভারত-বিরোধী উন্মাদনা শুরু হয়েছে, তার বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া জরুরি ছিল।