ভারত-নেপাল সীমান্তে হুলুস্থুল! দাউদাউ করে জ্বলছে বীরগঞ্জ, পরিস্থিতি সামাল দিতে নামল সেনা

ভারত-নেপাল সীমান্তে চরম উত্তেজনা! নেপালের পার্সা জেলার বীরগঞ্জ শহরে গোষ্ঠী সংঘর্ষের জেরে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কার্ফু। উত্তপ্ত পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারত-নেপাল সীমান্ত সম্পূর্ণ সিল করে দিয়েছে সশস্ত্র সীমা বল (SSB)। এই অশান্তির সরাসরি প্রভাব পড়েছে বিহারের রাক্সৌল সীমান্ত এলাকায়।

ঘটনার সূত্রপাত নেপালের ধানুষা জেলায় একটি মসজিদে ভাঙচুরকে কেন্দ্র করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দুই পক্ষের মধ্যে বিবাদ চরম আকার নেয়। অভিযোগ, উস্কানিমূলক পোস্টের প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ শুরু হলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও থানায় ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে। বর্তমানে মৈত্রী ব্রিজ-সহ সাহাদেওয়া, পানটোকা ও সিওয়ান টোলা সীমান্তে ডগ স্কোয়াড নিয়ে কড়া তল্লাশি চলছে। গোলমালের আশঙ্কায় নেপালে কর্মরত কয়েক হাজার ভারতীয় শ্রমিক কাজ ছেড়ে দেশে ফিরতে শুরু করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy