বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) নিয়ে এক স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে দুই নেতার ১৯তম মুখোমুখি সাক্ষাতে মোদী জোর দিয়ে বলেন, ভারত এই সংঘাতের বিষয়ে নিরপেক্ষ (Neutral) নয়—ভারত আছে শান্তির পক্ষে, কারণ “এই সময় যুদ্ধের নয়, শান্তির”।
শান্তির পক্ষে ভারতের অবস্থান: বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই আমাদের নিরন্তর কথা হয়েছে। ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। আমি বিশ্বাস করি সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা বিশ্বকে ফের শান্তির পথে ফিরিয়ে আনবে।” মোদী যখন এই কথা বলছেন, তখন পুতিন গভীর মনোযোগে তাঁর বক্তব্য শুনছিলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যে আন্তর্জাতিক রাজনীতির টানাপড়েনে বিশ্বাসের গুরুত্ব বারবার উঠে আসে। তিনি পুতিনকে ‘ভারতের প্রকৃত বন্ধু’ (India’s Real Friend) বলে উল্লেখ করে জানান, বিশ্বাসই এখন সবচেয়ে বড় শক্তি।
সফরের তাৎপর্য ও গীতা উপহার: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর পূর্তি এবং পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার মাধ্যমে যখন পুতিনকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করার চেষ্টা চলছে, ঠিক সেই সময়েই নয়াদিল্লিতে তাঁর এই সফর বিশেষ তাৎপর্য তৈরি করেছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি-সমঝোতার পথ খুঁজতে উদ্যোগ বাড়িয়েছে।
এই প্রেক্ষাপটে মোদী পুতিনকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনি নিয়মিত আমাদের সব পরিস্থিতি জানিয়েছেন। বিশ্বাসই আমাদের বড় সম্পদ। দেশের মঙ্গল শান্তিতেই। আর সেই পথেই আমরা একসঙ্গে বিশ্বকে এগিয়ে নিয়ে যাব।”
দিল্লিতে পুতিনের সফরের প্রথম সন্ধ্যায় মোদী একটি বিশেষ উপহার তুলে দেন তাঁর হাতে: রুশ ভাষায় প্রকাশিত শ্রীমদ্ভগবদ্ গীতা (Russian Gita)। মোদী পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন—গীতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়।
পুতিনের প্রতিক্রিয়া: ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার (Western pressure) নতুন ধাক্কাও ভারত–রাশিয়া সম্পর্ককে (India Russia relationship) নড়বড়ে করতে পারেনি। তাঁর মতে, শুল্কনীতি হোক বা রুশ তেল কেনা নিয়ে চাপ, এসবের পেছনে ভারতের বাড়তে থাকা আন্তর্জাতিক প্রভাবের আতঙ্কই কাজ করছে।