ফের মাথাচাড়া দিয়ে উঠল ভাষা বিতর্ক। এবার দিল্লির এক বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদেশি ফুটবল কোচকে হিন্দি না বলায় ধমক দেওয়ার। দিল্লির প্রতাপরাজ এলাকার একটি পার্কে স্থানীয় শিশুদের ফুটবল প্রশিক্ষণ দেন এক আফ্রিকান নাগরিক। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি কাউন্সিলর রেনু চৌধুরি ওই কোচের সঙ্গে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে কথা বলছেন।
ভিডিওটিতে রেনু চৌধুরিকে বলতে শোনা যায়, “কেন এতদিন ভারতে থাকার পরও হিন্দি শেখেননি? যদি আগামী এক মাসের মধ্যে হিন্দি বলতে না শেখেন, তবে এই পার্ক আপনার থেকে কেড়ে নেওয়া হবে।” এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করেন, “এদেশ থেকে উপার্জন করলে এদেশের ভাষা (হিন্দি) মুখে বলতে হবে।” কোচ তাঁর কথা এড়িয়ে যেতে চাইলে কাউন্সিলর আরও উত্তেজিত হয়ে পড়েন। পার্কে শিশুদের সামনেই একজন বিদেশি কোচের সঙ্গে এমন হুমকিমূলক আচরণের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বিজেপি নেত্রীর এই ‘দাদাগিরি’ ও সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন।