ভারতে আসছে নতুন Poco C85 5G! কবে লঞ্চ? শক্তিশালী ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে কী কী ফিচার্স থাকছে?

পোকো (Poco) সংস্থা তাদের জনপ্রিয় ‘সি’ সিরিজের অধীনে ভারতে একটি নতুন ৫জি মডেল লঞ্চ করতে চলেছে। ফোনটির নাম পোকো সি৮৫ ৫জি (Poco C85 5G)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।

🚀 ভারতে লঞ্চের তারিখ এবং ব্যাটারি:

লঞ্চের তারিখ: আগামী ৯ ডিসেম্বর দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে পোকো সি৮৫ ৫জি ফোন।

ব্যাটারি ও চার্জিং: এই ফোনে ৬০০০ এমএএইচের (mAh) শক্তিশালী ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১০ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

ক্যামেরা ডিজাইন: ফোনের ব্যাক প্যানেলে উপরে ডানদিকের কোণে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে।

📸 সম্ভাব্য ক্যামেরা ও প্রসেসর:

প্রাইমারি ক্যামেরা: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে, যা এআই (AI) যুক্ত হবে।

প্রসেসর: পোকো সি৮৫ ৫জি ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস (MediaTek Dimensity 6100+ ) চিপসেট থাকতে পারে।

র‍্যাম ও সফটওয়্যার: ফোনটিতে ৪ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬-এর সাপোর্ট থাকার কথা জানা গিয়েছে।

রঙ: ফোনটি পার্পল শেডে লঞ্চ হতে পারে।

বিক্রয় প্ল্যাটফর্ম: পোকোর এই ৫জি ফোনটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে।

Poco M7 Plus 5G: পূর্ববর্তী মডেলের এক ঝলক
প্রসঙ্গত, পোকো এম৭ প্লাস ৫জি ফোনটি এই বছর আগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার্স:

দাম (লঞ্চের সময়): ৪ জিবি র‍্যাম মডেলের দাম ১৩,৯৯৯ টাকা, এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা।

ব্যাটারি: ৭০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

প্রসেসর: কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর।

ডিসপ্লে: ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।

ক্যামেরা: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট (৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর) এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy