ভাগীরথীতে মৃত ডলফিন ঘিরে রহস্য! দিনভর তল্লাশিতেও দেহ উদ্ধার করতে পারল না বন দফতর

কাটোয়ার অদূরে ভাগীরথী নদীতে একটি মৃত ও পচাগলা গাঙ্গেয় ডলফিন ভেসে যেতে দেখা যায়। অগ্রদ্বীপ এলাকার মৎস্যজীবীদের দাবি, ইলেকট্রিক ছিপ ব্যবহার করে মাছ ধরার কারণেই হয়তো ডলফিনটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে বুধবার দিনভর ভাগীরথীর বিভিন্ন ঘাটে তল্লাশি চালায় কাটোয়া বন দপ্তরের কর্মীরা। তবে স্রোতের কারণে দেহটি ভেসে যাওয়ায় শেষ পর্যন্ত সেটির হদিস মেলেনি।

বন দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৮টি ডলফিনের মৃত্যু হলেও ২০২৫ সালে এই হার কমে দাঁড়িয়েছে মাত্র ২-এ। বর্তমানে কাটোয়ার কল্যাণপুর থেকে পাটুলি পর্যন্ত ৩২ কিমি এলাকায় প্রায় ৩২-৩৫টি ডলফিন রয়েছে। পরিবেশ কর্মীদের মতে, ডলফিনদের বাঁচাতে ভাগীরথীকে দূষণমুক্ত রাখা এবং নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। মৃত ডলফিনটি উদ্ধার না হওয়ায় এর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy