বিপুল পরিমাণ অর্থ হাতে রাখা কখনোই সুরক্ষিত নয়, তাই ভরসার জায়গা ব্যাঙ্ক। কিন্তু আপনার অর্থ দেশের কোন ব্যাঙ্কে সবথেকে সুরক্ষিত? এই প্রশ্নের উত্তর দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। আরবিআই সম্প্রতি দেশের তিনটি ব্যাঙ্কের নাম ঘোষণা করেছে, যা দেশের আর্থিক স্থিতাবস্থার জন্য অন্তর্দেশীয় ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ (D-SIB) হিসেবে বিবেচিত।
আরবিআইয়ের ঘোষণা অনুযায়ী, সেই তিনটি সুরক্ষিত ব্যাঙ্ক হল: ১. স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) ২. এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) ৩. আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)
দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে এই তিন ব্যাঙ্ক
আরবিআই জানিয়েছে, ২০২৪ সালেও এই ব্যাঙ্কগুলিকেই ডি-এসআইবি (Domestic Systematically Important Banks) হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মূল কারণ হল— দেশের ব্যাঙ্কিং সেক্টরে এই তিনটি ব্যাঙ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি দুর্ভাগ্যবশত এই ব্যাঙ্কগুলি কোনও কারণে ব্যর্থ হয় বা ভেঙে পড়ে, তবে তার ব্যাপক প্রভাব পড়বে দেশের সমগ্র অর্থনীতিতে।
নিয়ন্ত্রক সংস্থা এবং সরকার তাদের স্থিতাবস্থা বজায় রাখতে এই ব্যাঙ্কিং সিস্টেমগুলিকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।
কেন এরা সবথেকে সুরক্ষিত?
আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী, এই D-SIB ব্যাঙ্কগুলির কাছে তুলনামূলকভাবে বেশি মূলধন (Capital) মজুত রাখতে হয়। এই অতিরিক্ত মূলধন তাদের অপ্রত্যাশিত ক্ষতিপূরণ দিতে এবং যে কোনও বড় ঝুঁকি সামাল দিতে সাহায্য করে। এক কথায়, এই ব্যাঙ্কগুলির ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম এবং ঝুঁকি সামলানোর ক্ষমতা বেশি।
প্রসঙ্গত, দেশের আর্থিক স্থিতাবস্থা শক্তিশালী রাখতে ২০১৪ সালে প্রথম ‘ডোমেস্টিক সিস্টেমেটিকালি ইম্পর্টেন্ট ব্যাঙ্ক’-এর ধারণাটি নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৫ সালে এসবিআই, ২০১৬ সালে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ২০১৭ সালে এইচডিএফসি ব্যাঙ্ক এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।