ভালোভাবে ব্যবসা করতে পারলেই জীবনে সচ্ছলতা আসে, কিন্তু ব্যবসায় সফলতা পাওয়া মুখের কথা নয়। ব্যর্থ হলে অনেকে ভাগ্যকে দোষ দিলেও, আসল কারণ হলো ব্যবসা না শিখে ময়দানে নামা। আর এই ভুল এড়াতে বাঁকুড়া জেলার ছাতনা ও সিমলাপাল ব্লকের ৪০০ জন মহিলা এবার ব্যবসার খুঁটিনাটি শিখছেন ৬ মাস ব্যাপী একটি বিশেষ কোর্সে।
শিল্পবিহীন রুখা শুখা লাল মাটির জেলা হিসেবে পরিচিত বাঁকুড়া মূলত কৃষিনির্ভর। এই এলাকার একটি বড় অংশের মানুষের হাতে সারা বছর কাজ থাকে না, ফলে জঙ্গলমহলের পিছিয়ে পড়া উপজাতি ও সাধারণ মানুষের মধ্যে বেকারত্ব একটি বড় সমস্যা।
মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ:
এই সমস্যা সমাধানে এবং নারী স্বাধীনতা ও আর্থিক স্বচ্ছলতার কথা মাথায় রেখে ‘উদ্যম এম্পাওয়ার উইমেন অ্যান্ড ইউথ সেন্টার’-এর উদ্যোগে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ৬ মাস ব্যাপী এই কোর্সে মহিলাদের নিম্নলিখিত বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে:
টেলারিং ও ফ্যাশন ডিজাইন
কৃষি প্রশিক্ষণ
গ্রামীণ ডিজিটাল পরিষেবা
ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন
এই প্রশিক্ষণ শেষ হলে বাঁকুড়ার এই ৪০০ জন মহিলা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন এবং আর্থিক দিক থেকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। শিক্ষা ও দক্ষতার মাধ্যমে তাঁরা শুধু নিজেদের ভাগ্যই নয়, এলাকার আর্থিক ছবিটাও বদলাতে বদ্ধপরিকর।