এবারের আইপিএল নিলামে মাথিশা পাথিরানাকে ৯.২০ কোটি টাকায় দলে নিয়ে কেকেআর তাদের বোলিং বিভাগকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। শ্রীলঙ্কান এই পেসার, যিনি ‘জুনিয়র মালিঙ্গা’ নামেও পরিচিত, তাঁর অন্তর্ভুক্তিতে মুগ্ধ প্রাক্তন ভারতীয় তারকা ইরফান পাঠান। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে, পাথিরানা আসায় নাইটদের বোলিং আক্রমণ এখন সম্পূর্ণ এবং সেখানে আর কোনো দুর্বলতা নেই।
পাঠানের বিশ্লেষণ অনুযায়ী, পাওয়ারপ্লে সামলানোর জন্য হর্ষিত রানা ও বৈভব অরোরা রয়েছেন, আর মিডল ওভারে প্রতিপক্ষকে আটকাতে তৈরি সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও ক্যামেরন গ্রিন। ডেথ ওভারে পাথিরানার ইয়র্কার এবং মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতার মিশ্রণ কেকেআর-কে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বোলিং ইউনিটে পরিণত করেছে। যদিও গত মরশুমে পাথিরানার পরিসংখ্যান খুব একটা উজ্জ্বল ছিল না, তবুও তাঁর বড় ম্যাচের ক্ষমতা এবং বৈচিত্র্যের ওপর ভরসা রাখছে নাইট ম্যানেজমেন্ট।