বেকারদের স্টেশনে ঘুগনি-মুড়ি বিক্রির পরামর্শ মুখ্যমন্ত্রীর! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। চাকরিপ্রার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, হাত গুটিয়ে বসে না থেকে রেলস্টেশনে চা, ঘুগনি বা মুড়ি বিক্রি করে স্বনির্ভর হওয়া সম্ভব। খড়গপুরের এক প্রশাসনিক সভা থেকে দেওয়া মুখ্যমন্ত্রীর এই দাওয়াই ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বিরোধীদের দাবি, যোগ্য চাকরিপ্রার্থীরা যখন নিয়োগের দাবিতে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছেন, তখন এই ধরনের মন্তব্য তাঁদের যোগ্যতাকে অপমান করার শামিল। অন্যদিকে, এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন চাকরিপ্রার্থীরাও। শিয়ালদহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মিছিলে সামিল হয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন, “উচ্চশিক্ষিত হয়ে কি তবে শেষমেশ স্টেশনে ঘুগনিই বিক্রি করতে হবে?” এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাদানুবাদ এখন তুঙ্গে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy