টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক দুই মাস আগে ভারতীয় ক্রিকেটে বৈপরীত্যের ছবি। একদিকে যখন ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তী আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ইতিহাস লিখলেন, অন্যদিকে চোটের কবলে পড়ে ফের অনিশ্চিত হয়ে পড়লেন শুভমন গিল। বরুণ চক্রবর্তী বর্তমানে ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার। এর আগে কোনো ভারতীয় বোলারের এত রেটিং পয়েন্ট ছিল না। ২০১৭ সালে জশপ্রীত বুমরাহর ৭৮৩ পয়েন্টের রেকর্ড ভেঙে এখন আইসিসির সর্বকালের সেরা দশ বোলারের তালিকাতেও আট নম্বরে জায়গা করে নিয়েছেন বরুণ।
তবে বরুণের এই খুশির খবরের মাঝেই মেঘ জমছে ভারতের ব্যাটিং শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন পায়ের পাতায় গুরুতর চোট পেয়েছেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। ইডেন টেস্টে ঘাড়ের চোটের পর এবার পায়ের চোট গিলের বিশ্বকাপে খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। সূত্রের খবর, লখনউয়ে সিরিজের চতুর্থ ম্যাচে গিলের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বকাপের আগে দলের অন্যতম প্রধান স্তম্ভের এই চোট নিঃসন্দেহে চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।