বুক সমান জলে পড়ে গিয়ে বিপত্তি, ঘাটের মাটি নরম থাকায় তলিয়ে যায় নাবালক, নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশ ও স্থানীয়রা

মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে ছট পুজো। মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ভাগীরথী নদীর তীরে ছিল পুণ্যার্থীদের চোখে পড়ার মতো ভিড়। আর তারই মাঝে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। ছট পুজো উপলক্ষ্যে গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেল ১৬ বছর বয়সি এক নাবালক।

ঘটনার বিবরণ:

দুর্ঘটনার স্থান: মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের সামনের গঙ্গার ঘাট।

সময়: মঙ্গলবার সকালে, ছট পুজো চলাকালীন।

নিখোঁজ নাবালক: পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ নাবালকের নাম বুবাই দত্ত (১৬)। তার বাড়ি সুতি থানার বারুইপাড়া এলাকায়।

বুবাই দত্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গঙ্গায় স্নান করার সময় পিছন দিকে হঠাৎই বুক সমান জলে পড়ে যায় বুবাই। ঘাটের পায়ের তলার মাটি নরম থাকার কারণেই সঙ্গে সঙ্গে সে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং চোখের নিমেষেই তলিয়ে যায়।

উদ্ধার প্রচেষ্টা:

ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত বুবাইকে উদ্ধারের চেষ্টা শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এরপর সুতি থানায় খবর দেওয়া হয়। স্থানীয়দের দীর্ঘক্ষণের প্রচেষ্টার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকেও খবর দেওয়া হয়েছে।

পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।

ছট পুজোর আনন্দের মাঝে এই মর্মান্তিক ঘটনার জেরে বুবাই দত্তের পরিবার-সহ গোটা গ্রাম জুড়ে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy