পটনা: বহু জল্পনা-কল্পনার পর অবশেষে বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর জন্য নিজেদের আসন-বণ্টন সূত্র ঘোষণা করল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA)। জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগি শেষ করে শুক্রবার একজোট হয়ে নির্বাচনী ময়দানে নামার বার্তা দিল জোট। কেন্দ্রীয় মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রধান চিরাগ পাসওয়ান এই জোটের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, বিহার ফের এনডিএ সরকার গড়তে প্রস্তুত।
চিরাগ পাসওয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ চূড়ান্ত চুক্তিপত্রের বিবরণ প্রকাশ করে লিখেছেন, “এনডিএ পরিবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর আসন ভাগাভাগি সম্পূর্ণ করেছে। বিহার প্রস্তুত— আবারও একটি এনডিএ সরকার, এবার #BiharFirstBihariFirst-এর সাথে পূর্ণ শক্তিতে!”
কার ভাগে কত?
চুক্তি অনুযায়ী, এই প্রথমবার ভারতীয় জনতা পার্টি (BJP) এবং জনতা দল (ইউনাইটেড) [JD(U)] সমান সংখ্যক আসনে লড়বে। উভয় দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-কে দেওয়া হয়েছে ২৯টি আসন। এছাড়া, রাষ্ট্রীয় লোক মোর্চা (RLM) এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM) লড়বে ৬টি করে আসনে।
৪০ আসন চাওয়ার দাবি খারিজ করলেন চিরাগ
দলীয় সূত্রে ৪০টি আসন চাওয়ার যে খবর গণমাধ্যমে ছড়িয়েছিল, তা এদিন পুরোপুরি অস্বীকার করেছেন চিরাগ পাসওয়ান। তিনি জানান, এনডিএ-র মধ্যে আলোচনা ইতিবাচক পরিবেশেই চলছে। ১০ই অক্টোবরেই তিনি জানিয়েছিলেন, “আলোচনা ইতিবাচকভাবে এবং শেষ পর্যায়ে চলছে। আমরা সমস্ত ক্ষুদ্র বিষয়, আসন, প্রার্থী এবং প্রচার নিয়ে আলোচনা করতে চাই।”
এর আগে চিরাগ পাসওয়ান নির্বাচন কৌশল, আসন বন্টন ও প্রার্থী বাছাই নিয়ে তাঁর দলের পটনা অফিসে একটি জরুরি বৈঠক ডাকেন।
বিজেপি-জেডিইউ-র সমানে-সমান লড়াই
বিহারের নির্বাচনী ইতিহাসে এই প্রথমবার বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের JD(U) সমান সংখ্যক, অর্থাৎ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঐতিহ্যগতভাবে জেডিইউ বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করত। এই নতুন সমীকরণ রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ভোটের নির্ঘণ্ট
বিহার বিধানসভা নির্বাচন দু’দফায়—৬ নভেম্বর এবং ১১ নভেম্বর—অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। এই নির্বাচন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যে এনডিএ-র ঐক্য ও বিরোধীদের শক্তি পরীক্ষা করবে।