বিশ্বরেকর্ডের লক্ষ্যে অদম্য পিয়ালী, প্রথম মহিলা হিসেবে শীতকালে মাকালু জয়ের অভিযানে বাংলার পর্বতারোহী

নতুন স্বপ্ন এবং কঠিন চ্যালেঞ্জ নিয়ে ফের অভিযানে নামতে চলেছেন হুগলির চন্দননগরের বাসিন্দা পর্বতারোহী পিয়ালী বসাক। তাঁর লক্ষ্য—প্রথম মহিলা হিসেবে তীব্র প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে শীতকালে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু (Makalu) জয় করা।

কঠিনতম চ্যালেঞ্জে পিয়ালী

আগামীকাল (১৫ ডিসেম্বর) তিনি চন্দননগরের বাড়ি থেকে রওনা দেবেন মাকালু বেসক্যাম্পের উদ্দেশ্যে। এই অভিযান চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত।

পিয়ালী বসাক এর আগেও একবার (২০২৩ সালের ১৭ মে) মাকালু জয় করেছিলেন। কিন্তু সেটি ছিল গ্রীষ্মকালীন অভিযান। তাই এবার শীতকালে এই অভিযানকে তিনি বিশ্বরেকর্ডের মঞ্চ হিসেবে দেখছেন।

পিয়ালী বসাকের কথায়: “সারা পৃথিবী থেকে মাত্র দুজন পুরুষ, একজন ইতালি ও আর একজন রাশিয়ার পর্বতারোহী, এই সময় মাকালু শৃঙ্গ জয় করেছেন। তাঁরা দুজনেই পৃথিবী বিখ্যাত পর্বতারোহী। তাই আমিও চাই মহিলা পর্বতারোহী হয়ে ওয়ার্ল্ড রেকর্ড করার।”

শীতকালীন মাকালুর ভয়ঙ্কর প্রতিকূলতা

এই শীতকালীন অভিযানে তাঁকে কী ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে, তা নিয়ে পিয়ালী নিজেই ব্যাখ্যা করেছেন।

  • তাপমাত্রা ও আবহাওয়া: আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, তাপমাত্রা থাকবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস। প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে হাওয়া চলবে।

  • ভূ-প্রকৃতি: বেসক্যাম্প পৌঁছাতেই কোমর সমান বরফ হয়ে যাবে। রয়েছে কঠিন বরফের দেওয়াল, পাথরের দেওয়াল এবং মাঝে মাঝেই ফাটল।

  • দৃশ্যমানতা: ঝড় ও কুয়াশা এলে এক ফুট দূর পর্যন্ত দেখা যায় না। পিঠে ১৪ থেকে ১৫ কিলো ওজনের ভারী ব্যাগ নিয়ে এই প্রতিকূলতায় উঠতে হয় পর্বতারোহীদের।

ঋণের বোঝা নিয়েও অদম্য লড়াই

হুগলির কানাইলাল বিদ্যামন্দিরের শিক্ষিকা পিয়ালী বসাক এর আগে এভারেস্ট, লোৎসে, ধওলাগিরি ও অন্নপূর্ণা-সহ মোট ছয়টি আট-হাজারি শৃঙ্গ জয় করেছেন। এর আগের অভিযানগুলির খরচ মেটাতে তিনি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণের ভারে এখনও জর্জরিত।

তবুও এই নতুন অভিযানের জন্য তিনি পিছিয়ে যাননি। পিয়ালী বলেন:

“এর আগেও আমার ২৫ লক্ষ টাকা ঋণ রয়েছে ব্যাংকে। বর্তমানে এই মাকালু জয়ের জন্য আমার বাড়ি বন্ধক দিয়ে ঋণ নেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় স্পনসরের জন্য যোগাযোগ করছি। আশা করি এই পর্বত শৃঙ্গ জয়ে মানুষই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”

এভারেস্ট, লোৎসে-সহ পূর্বের অভিযানগুলোতেও তিনি তুষারঝড় এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে সফল হয়েছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার তিনি মাকালু জয়ের স্বপ্ন দেখছেন।

🔹 Bengali Version (East Medinipur News):

সাতসকালে ধানের জমিতে যুবকের নিথর দেহ উদ্ধার, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ব্যাপক চাঞ্চল্য

খেজুরি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে সাতসকালে ধানের জমির পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন সকালে খেজুরির বীরবন্দরের অজয়া গ্রামের ফাঁকা বাঁধ গোড়ায় ধান জমির পাশে এক যুবকের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা।

  • দেহের অবস্থা: উদ্ধার হওয়া যুবকের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ছিল। ধানের জমিতে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমান।

  • স্থানীয়দের অনুমান: এলাকাবাসীরা অনুমান করছেন, অজ্ঞাতপরিচয় এই যুবককে অন্য কোথাও খুন করে তাঁর মৃতদেহ খেজুরির অজয়া গ্রামে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে খেজুরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। এই ঘটনা ঘিরে খেজুরিতে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এখন মৃত যুবকের পরিচয় জানার এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy