বিশাখাপত্তনমের ৪৩টি ট্রেন-সহ ইন্ডিগোর একাধিক বিমান বাতিল! ‘মান্থা’র প্রভাবে ওড়িশার পর্যটন শিল্পে বড়সড় ধস

ঘূর্ণিঝড় ‘মান্থা’ (Mantha) আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার ভোরে ‘অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছে। আশঙ্কা সত্যি করে দ্রুত গতিতে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে ২৭০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৩৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, এবং ওড়িশার গোপালপুর থেকে ৫৫০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

প্রভাব ও সতর্কতা:

বিপর্যয় মোকাবিলা: দুর্যোগের আশঙ্কায় উপকূলবর্তী এলাকাগুলি থেকে অন্তত তিন হাজার মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দেড় হাজার ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকার্যের জন্য এনডিআরএফ (NDRF), ওডিআরএফ (ODRF)-এর মোট ১৪০টি দল প্রস্তুত রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: মঙ্গলবার অর্থাৎ ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। আগামী তিনদিন অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লিতে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে।

পর্যটন ও বিদ্যুৎ: বিশাখাপত্তনম ও কাকিনাড়ার সমস্ত সমুদ্র সৈকত বন্ধ রাখা হয়েছে। ঝড়ের আশঙ্কায় ওড়িশার পর্যটন বুকিং একদিনেই ৮০ শতাংশ থেকে ৫০ শতাংশে নেমে এসেছে। ল্যান্ডফলের আগে এবং পরের ২৪ ঘণ্টায় উপকূলবর্তী এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

যানবাহন ও পরিষেবা বাতিল:

রেল বাতিল: ইস্ট কোস্ট রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনম-কোরাপুট, বিশাখাপত্তনম-কিরণদুল, বিশাখাপত্তনম-তিরুপতি, বিশাখাপত্তনম-চেন্নাই রুটে ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া–জগদলপুর সামলেশ্বরী এক্সপ্রেসের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

বিমান বাতিল: ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল করা হয়েছে। বিজয়ওয়াড়া বিমানবন্দরে একাধিক নির্ধারিত পরিষেবা স্থগিত রাখা হয়েছে। ইন্ডিগো তাদের যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস আগে দেখে নিতে অনুরোধ করেছে।

রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা:

শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থার জেরে অন্ধ্রপ্রদেশের ২৬টি জেলার মধ্যে ২৩টিতে লাল ও কমলা সতর্কতা জারি রয়েছে।

ওড়িশা সরকার মলকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, রায়গড়া, গজপতি, গঞ্জাম, কলাহান্ডি ও কাংধমাল জেলায় লাল সতর্কতা জারি করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং উপকূলবর্তী রাজ্যগুলির সুরক্ষা ও ত্রাণকাজে কেন্দ্রীয় সরকারের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy