বিয়ের মরশুম মানেই গহনা কেনার ধুম। সোনার দোকানে যেখানে উপচে পড়া ভিড় হওয়ার কথা, সেখানে টানা দ্বিতীয় দিনের মতো দাম কমে যাওয়ায় ক্রেতাদের মুখে ফুটল হাসি। ৪ ডিসেম্বর আকস্মিক পতনের পর, আজ, ৫ ডিসেম্বরও (শুক্রবার) সোনার দামে সেই নিম্নমুখী ধারা বজায় রইল। দুই দিনের হিসাবে এই পতন গহনাপ্রেমী ও বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর।বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলার সূচকের ওঠানামা এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন অনিশ্চয়তা মিলিয়ে সাময়িকভাবে হলুদ ধাতুর দামে এই নিম্নগতি দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিয়ের কেনাকাটার জন্য এই সময়টিকে কাজে লাগাতে চাইছেন মধ্যবিত্ত ক্রেতারা।বিশুদ্ধ সোনার দাম (২৪ ক্যারেট) – ৫ ডিসেম্বর ২০২৫২৪ ক্যারেট সোনা মূলত বিনিয়োগ (গোল্ড বার বা কয়েন) এবং খাঁটি ধাতুর ক্রেতাদের জন্য জরুরি। টানা দুটি দিনের পতনের ফলে এই সোনার দামেও এসেছে স্বস্তি।পরিমাণদাম (ভারতীয় টাকা)১ গ্রাম₹ ১২,৯৬৫১০ গ্রাম₹ ১,২৯,৬৫০১০০ গ্রাম₹ ১২,৯৬,৫০০গহনার সোনার দাম (২২ ক্যারেট) – ৫ ডিসেম্বর ২০২৫ভারতীয় বাজারে গহনা তৈরির জন্য সবচেয়ে বেশি কেনাবেচা হয় ২২ ক্যারেট সোনার। আজকের বাজারেও এই সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে।পরিমাণদাম (ভারতীয় টাকা)১ গ্রাম₹ ১১,৮৮৪১০ গ্রাম₹ ১,১৮,৮৪০১০০ গ্রাম₹ ১১,৮৮,৪০০গহনাপ্রেমী ক্রেতাদের কাছে এটি অবশ্যই সুখবর, কারণ বিয়ের কেনাকাটায় তুলনামূলক বেশি পরিমাণে সোনা কিনতে হয়, ফলে মোট সাশ্রয়ের অঙ্ক দাঁড়াবে যথেষ্ট ভালো। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েকদিন আন্তর্জাতিক বাজারের গতিবিধির ওপর সোনার দাম নির্ভর করবে।
Home
OTHER NEWS
বিয়ের মরশুমে বিরাট সুখবর! টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম, দেখুন আজ ২২K ও ২৪K-এর নতুন রেট
Related Posts
বড় স্বস্তি ‘কালীঘাটের কাকু’র! সিবিআই মামলাতেও জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র, শর্তসাপেক্ষে মুক্তি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ