অভিনেত্রী তথা জাদু সম্রাট পিসি সরকারের মেজ মেয়ে মৌবনী সরকারের সদ্য বিবাহ ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি উপহার নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। মৌবনীর বেটার হাফ তাঁকে বিয়ের দিন উপহার হিসেবে একটি লাবুবু পুতুল (Labubu Doll) দিয়েছেন, আর এই নিয়েই নেটপাড়ায় নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে।
🎁 কেন বিতর্ক এই উপহার নিয়ে?
লাবুবু পুতুলটি সাধারণত ‘আনলাকি’ বা অভিশাপ বয়ে আনে বলে মনে করা হয়। বহু নেটিজেনের বিশ্বাস, এটি ‘কালা জাদু’-তে ব্যবহৃত হয়।
নেতিবাচক মন্তব্য: নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর বদলে বেশিরভাগ মন্তব্যই ছিল নেতিবাচক:
একজন লিখেছেন, “সবথেকে নেগেটিভ পুতুল একটা।”
অন্য একজনের মতে, “এটাই দেখার বাকি ছিল! শুভ কাজে নাকি লাবুবু ডল।”
আরেক ব্যক্তি প্রশ্ন তুলেছেন, “শুভ কাজে কখনও এই অভিশপ্ত পুতুল দেয়? কোনো বুদ্ধি নেই নাকি?”
‘কেস গেল’ প্রমাদ: অনেকেই এই উপহার দেখে প্রমাদ গুনছেন এবং মন্তব্য করেছেন, এঁদের “কেস গেল,” কারণ লাবুবু পুতুলকে অশুভ বলে মনে করা হয়।
💔 ট্রোলের শিকার বর:
লাবুবু পুতুলের পাশাপাশি মৌবনীর স্বামী সৌম্যকেও নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে। অনেকেই তাঁকে “বয়স্ক” এবং “সুবিধার লাগছে না” বলে কুমন্তব্য করেছেন।
যদিও এই নেতিবাচকতার বিপরীতে গিয়ে বহু নেটিজেন নবদম্পতিকে নতুন জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তবে বিয়ের শুভ দিনে এমন একটি উপহারের কারণে মৌবনী সরকারের বিয়ের ভিডিওটি বর্তমানে বিতর্কের কেন্দ্রে রয়েছে।