বিয়ের আগেই ভয়াবহ দুর্ঘটনা! মায়ামিতে গাড়ি উল্টে গুরুতর জখম মেসির বোন মারিয়া সল

ভারত সফর সেরে লিওনেল মেসি শান্তিতে দেশে ফিরলেও, বছর শেষে তাঁর পরিবারে নেমে এল বড় বিপর্যয়। আমেরিকার মায়ামিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন মেসির আদরের বোন মারিয়া সল মেসি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর, মারিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি বর্তমানে বিপদমুক্ত। তবে তাঁর আঘাত এতটাই গুরুতর যে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে তাঁর আগামী ৩ জানুয়ারির বিয়ে।

দুর্ঘটনাটি ঘটে মায়ামিতে, যখন মারিয়া নিজেই গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি সজোরে একটি দেওয়ালে ধাক্কা মারে। মেসির মা সেলিয়া কাচিত্তিনি জানিয়েছেন, মারিয়া সম্ভবত দুর্ঘটনার ঠিক আগে সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। দুর্ঘটনায় মারিয়ার শিরদাঁড়া, গোড়ালি এবং কবজি ভেঙে গিয়েছে। এছাড়া তাঁর শরীরের বেশ কিছু অংশ পুড়েও গিয়েছে। বর্তমানে তাঁকে আর্জেন্টিনার রোজারিওতে নিয়ে আসা হয়েছে, সেখানেই তাঁর দীর্ঘমেয়াদী রিহ্যাব চলবে। খুশির আমেজ বদলে এখন মেসি পরিবারে কেবলই উদ্বেগের ছায়া।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy