বিপজ্জনক ২০% টিডিএস! প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার আগেই সেরে ফেলুন এই জরুরি কাজ

নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ডের আবেদন কিংবা ৫০ হাজার টাকার বেশি নগদ লেনদেন— আপনার প্যান কার্ড (PAN Card) কি এখনও কাজ করছে? যদি করে থাকে, তবে সাবধান! কারণ হাতে সময় আছে আর মাত্র কয়েক দিন। কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক না করলে আপনার কার্ডটি ‘নিষ্ক্রিয়’ বা ইনঅপারেটিভ হয়ে যাবে। আর তার ফল হতে পারে আপনার পকেটের জন্য অত্যন্ত মারাত্মক।

আয়কর দপ্তরের নিয়ম বলছে, একবার প্যান কার্ড অকেজো হয়ে গেলে আপনি কোনো নতুন আর্থিক পরিষেবা পাবেন না। শুধু তাই নয়, আপনার উপার্জনের ওপর ২০ শতাংশ হারে টিডিএস (TDS) কাটা হবে। এমনকি কোনো ট্যাক্স রিফান্ডও আপনি পাবেন না। ১০ লক্ষ টাকার বেশি স্থাবর সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও আপনি বাধার মুখে পড়বেন। এক কথায়, সরকারি খাতায় আপনার প্যান কার্ড থাকা আর না থাকা সমান হয়ে দাঁড়াবে।

এই সমস্যা এড়াতে আর্থিক বিশেষজ্ঞরা দ্রুত পদক্ষেপ করার পরামর্শ দিচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই, তবে সক্রিয় হতে হবে এখনই। আয়কর পোর্টালের ‘e-Pay Tax’ সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করে সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। আপনি আগে লিঙ্ক করেছেন কি না নিশ্চিত হতে ‘Link Aadhaar Status’ চেক করে নিন। সামান্য দেরি করলে আপনার আর্থিক লোকসান এবং আইনি জটিলতা দুই-ই বাড়তে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy