বিধায়ক কাঞ্চন মল্লিকের পর এবার তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল। সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলটির বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলি নজরে আসতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
পোস্টারগুলিতে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হাকে ‘সাংসদ লাপাতা’ (সাংসদ নিখোঁজ) বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
তৃণমূলের অভিযোগ:
তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার নেপথ্যে প্রধান বিরোধী দল বিজেপি-র হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, তৃণমূলের জনপ্রিয় জনপ্রতিনিধিদের বদনাম করার জন্যই বিজেপি এই ধরনের কাজ করছে।
বিজেপির পাল্টা দাবি:
অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তারা পাল্টা দাবি করেছে যে, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। স্থানীয় মানুষের ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে বিজেপি ইঙ্গিত দিয়েছে।
কাঞ্চন মল্লিকের পর সাংসদ শত্রুঘ্ন সিন্হার নামেও একই ধরনের পোস্টার পড়ায়, জনপ্রতিনিধিদের এলাকা থেকে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন এবং পাল্টা রাজনৈতিক চাপান-উতোর তুঙ্গে উঠেছে।