বিদায় MGNREGA! লোকসভায় পাশ হল নয়া ‘G RAM G’ বিল, এবার ১০০ নয় মিলবে ১২৫ দিনের কাজ

বিরোধীদের তুমুল হট্টগোল, স্লোগান আর বিলের কপি ছিঁড়ে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক ‘জি রাম জি’ (G RAM G) বিল। দীর্ঘ ২০ বছরের পুরনো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি (MGNREGA) বা ১০০ দিনের কাজ প্রকল্পের ইতি ঘটিয়ে মোদী সরকার নিয়ে এল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’।

নতুন এই প্রকল্পের অধীনে এখন থেকে গ্রামীণ এলাকায় ১০০ দিনের বদলে ১২৫ দিনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় জানান, ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যেই এই পরিবর্তন। বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, কংগ্রেস কেবল রাজনীতির জন্য গান্ধীজির নাম ব্যবহার করেছে, কিন্তু মোদী সরকার আবাসন ও স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে বাপুর আদর্শকে বাস্তবায়িত করছে। বিল পাসের সময় বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেও ধ্বনিভোটে তা পাশ হয়ে যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy