“বিজেপির দালালি করছে কমিশন!” নেতাজি ইনডোরে বিএলএ সম্মেলনে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুথ লেভেল এজেন্টদের (BLA) নিয়ে এক রুদ্ধশ্বাস বৈঠকে নির্বাচন কমিশনকে ‘বিজেপির দালাল’ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের ইতিহাসের ‘সবথেকে অপদার্থ হোম মিনিস্টার’ বলে তীব্র আক্রমণ করেন তিনি।

মমতার মূল অভিযোগ, রাজ্য প্রশাসনকে অন্ধকারে রেখে ভোটার তালিকা যাচাইয়ের কাজে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা বাংলার ভাষা বোঝেন না, তাঁরা গ্রামের মানুষের হিয়ারিং করবেন কী করে?” ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা নাকি হিয়ারিং করবে! হিয়ারিং নয়, ওদের একটা করে ইয়ারিং (Earring) দিয়ে দিন।” তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, মাইক্রো অবজার্ভারদের আড়ালে বিজেপি নিজেদের ক্যাডারদের তালিকায় নাম কাটার কাজে ঢোকাচ্ছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও (CEO) রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। তাঁকে ‘ভ্যানিশবাবু’ ও ‘মালপোয়া’ সম্বোধন করে মমতা দাবি করেন, সিইও-র বিরুদ্ধে অনেক দুর্নীতির তথ্য তাঁর কাছে রয়েছে। পাশাপাশি কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসকে ‘টোটাল ব্লান্ডার’ বলে আখ্যা দেন তিনি। নিজের বার্থ সার্টিফিকেট নেই উল্লেখ করে বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বলেন, “ওরা ডুপ্লিকেট সার্টিফিকেট দিচ্ছে। আমরা ফেক বানাব না, বড়দিনে কেক বানিয়ে ওদের হজম করব।” মহাত্মা গান্ধীর নাম মনরেগা থেকে বাদ দেওয়া নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy