বিএলও হেনস্থা বন্ধে কড়া কমিশন, ফলতার বিক্ষোভের পরই জেলা শাসকদের এফআইআর করার নির্দেশ

ফলতায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক আর. মুরাগানকে (R. Murugan) ঘিরে বিক্ষোভের ঘটনার পরই আরও কঠোর হলো নির্বাচন কমিশন। রাজ্যের বুথ লেভেল অফিসারদের (বিএলও) নিরাপত্তা নিশ্চিত করতে এবং হেনস্থার ঘটনা রুখতে এবার সরাসরি জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন।

সূত্রের খবর অনুযায়ী, বিএলও-সহ অন্যান্য নির্বাচন আধিকারিকদের হেনস্থা করলেই দ্রুত এফআইআর (FIR) দায়ের করতে হবে। এই বিষয়ে সামান্যতম ফাঁক রাখা চলবে না। প্রশাসনিক মহলে এখন কমিশনের এই নতুন নির্দেশ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার বুথ লেভেল অফিসারদের হেনস্থার অভিযোগ উঠেছে। এমনকি, রাজনৈতিক দলগুলি থেকে হুমকি আসার প্রসঙ্গও এর আগে আদালতে উত্থাপিত হয়েছে। ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) মূল কাজ শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় বিএলও-দের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে ফলতায় কমিশন পর্যবেক্ষককে ঘিরে বিক্ষোভের ঘটনা প্রমাণ করে, নির্বাচন সংক্রান্ত কাজে বাধা দেওয়ার প্রবণতা এখনও রয়েছে। তাই নির্বাচন কমিশন এবার নজিরবিহীনভাবে কঠোর পদক্ষেপ নিল। জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বিএলও-দের নিরাপত্তায় কোনো রকম আপস করা যাবে না এবং হেনস্থার অভিযোগ এলেই যেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ (এফআইআর) নেওয়া হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy