বালি পাচার কাণ্ডে ইডির মেগা-রেইড! ঝাড়গ্রাম-কলকাতা সহ ৮ জায়গায় তল্লাশি, জালে ভুয়ো চালান চক্র?

বেআইনি বালি পাচার মামলায় এবার রাজ্যের আটটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ঝাড়গ্রাম এবং কলকাতা সহ একাধিক জেলায় আজ সকালে পৌঁছে যান ইডির তদন্তকারী টিমের সদস্যরা।

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ভুয়ো চালান তৈরি করে বেআইনিভাবে খাদান থেকে বালি তোলা এবং তা পাচার করা হচ্ছিল। এই পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যবসায়ীর নাম তদন্তে উঠে আসার পরেই কেন্দ্রীয় তদন্তকারী দল আজ তাদের বাড়ি এবং অফিসে হানা দেয়।

ইডি সূত্রে খবর, এই সমস্ত ব্যবসায়ীর মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। এর আগে চালানো তল্লাশি অভিযানে এই ব্যবসায়ীদের আর্থিক লেনদেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে ইডির। সেই তথ্যের ভিত্তিতেই আজকের এই বড় আকারের অভিযান।

সূত্রের খবর, বালি পাচার থেকে আদায় হওয়া কোটি কোটি টাকা কোথায় এবং কীভাবে বিনিয়োগ করা হয়েছে বা রাজ্যের বাইরে সরানো হয়েছে, তা খতিয়ে দেখাই ইডির মূল লক্ষ্য। তল্লাশি অভিযানের মধ্যে, কলকাতার নিউ আলিপুরের একটি আবাসনে প্রবীণ কেশরার বাড়িতেও কেন্দ্রীয় গোয়েন্দারা রেইড চালান। প্রবীণ কেশরা একজন ফিনান্সিয়াল ব্রোকার বলে জানা গিয়েছে। বালি পাচারের অর্থের বিনিয়োগের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy