বালিগঞ্জে প্রার্থী বদল! “হিন্দু-ব্রাহ্মণ বলেই বাদ?” হুমায়ুন কবীরকে তোপ সেলিব্রিটি নিশার

বালিগঞ্জ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে চরম নাটকীয়তা শুরু হলো জনতা উন্নয়ন পার্টিতে। সোমবার মঞ্চে দাঁড়িয়ে যাকে বালিগঞ্জের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর, সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশা চট্টোপাধ্যায়ের নাম মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ছেঁটে ফেললেন তিনি। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। নিশার চাঞ্চল্যকর দাবি— তিনি ‘হিন্দু-ব্রাহ্মণ’ বলেই তাঁকে শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত? জবাবে হুমায়ুন কবীর জানান, “আমি জানতাম উনি সেলিব্রিটি, কিন্তু ওঁর বারে বসে মদ্যপানের কিছু ছবি সামনে এসেছে। তৃণমূল এই নিয়ে ওঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলছে। আমি আগে জানতাম না।” হুমায়ুনের এই মন্তব্যেই পালটা গর্জে উঠেছেন নিশা। তাঁর প্রশ্ন, “মঞ্চে যখন পাশে দাঁড় করালেন, তখন কি খোঁজ নেননি? আমার ক্যারিয়ার যে বরবাদ হলো তার দায় কে নেবে?” হুমায়ুন কবীরকে ‘অস্থিরমতি’ বলে কটাক্ষ করে তিনি জানান, তাঁর হাজার হাজার ফলোয়ার রয়েছে এবং সুযোগ বুঝে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। প্রসঙ্গত, মোট ১০টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন হুমায়ুন, যার মধ্যে দুটি আসনে তিনি নিজেই লড়াই করবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy