বারাসত স্টেশন চত্বরে নর্দমা ও ভ্যাটের পাশে ছড়ানো প্রচুর আধার-ভোটার কার্ড! SIR-এর আবহে ফের রহস্য

রাজ্যে এসআইআর (SIR) আবহের মধ্যে ফের চাঞ্চল্যকর ঘটনা। নবদ্বীপের পর এবার বারাসত স্টেশন চত্বর থেকে বিপুল পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র উদ্ধার হল। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় বারাসত স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেললাইনের ধারে আবর্জনার ভ্যাটের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় এই নথিগুলি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ (GRP)।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড-সহ কয়েকটি এটিএম কার্ডও। এই গুরুত্বপূর্ণ নথিগুলি কোথা থেকে এবং কেন এখানে ফেলা হলো, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। উদ্ধার হওয়া নথিগুলি আসল নাকি ভুয়ো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বারাসত জিআরপি’র ওসি ধর্মেন্দ্র সিং এই প্রসঙ্গে বলেন, “উদ্ধার হওয়া আধার, ভোটার কার্ড-সহ গুরুত্বপূর্ণ নথিগুলি কীভাবে এখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এগুলি স্থানীয় নাকি বহিরাগত কারও, সেই বিষয়েও খোঁজ চালানো হচ্ছে। ঘটনার নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে তারও তদন্ত শুরু হয়েছে।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুদীপ দাস বলেন, “নর্দমা ও ভ্যাটের মধ্যে প্রচুর আধার, ভোটার কার্ড পড়ে ছিল। দেখে ভুয়ো মনে হচ্ছে। এসআইআর আতঙ্কেই হয়তো কেউ এসব ফেলে দিয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য বেআইনিভাবে আধার, ভোটার কার্ড তৈরি করা হচ্ছে এবং এর পিছনে শাসকদলের মদত রয়েছে। তিনি উপযুক্ত তদন্তের দাবি জানান। পালটা জবাব দিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল বলেন, “সবকিছুতেই রাজনীতি খোঁজা বিজেপির স্বভাব। রেল পুলিশ তদন্ত করছে, তদন্তের পরই সত্য সামনে আসবে।”

প্রসঙ্গত, রাজ্যে এসআইআর-এর এনুমেরেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ চলছে। তার মধ্যেই নবদ্বীপের পর বারাসতে এই ধরনের অবাঞ্ছিত নথি উদ্ধার ইঙ্গিত দিচ্ছে যে, বড় কোনও চক্র বা এসআইআর-এর আশঙ্কায় এই ধরনের নথি ফেলা হচ্ছে। রেল পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy