বাবা বাড়িতে না থাকায় ১০ বছরের মেয়েকে লক্ষ্য করে গুলি! ইসলামপুরে জমি বিবাদের জেরে মর্মান্তিক মৃত্যু

উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাবার খোঁজে বাড়িতে এসে তাঁকে না পেয়ে আততায়ীরা সরাসরি তাঁর দশ বছরের ঘুমন্ত মেয়েটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছররা বন্দুকের গুলিতে গুরুতর আহত সেই নাবালিকাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কী ঘটেছিল শনিবার সন্ধ্যায়?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নাবালিকা মেয়েটি রাতের খাওয়া সেরে লেপ মুড়ি দিয়ে খাটে ঘুমিয়ে ছিল। তার বাবা কোনো কাজে বাইরে গিয়েছিলেন এবং মা অন্য ঘরে ছিলেন। সেই সময় কয়েকজন আততায়ী হুড়মুড়িয়ে ঘরে ঢুকে নাবালিকার বাবার নাম ধরে ডাকাডাকি শুরু করে।

কিন্তু ঘুমন্ত নাবালিকার ঘুম ভাঙেনি। আচমকাই আততায়ীরা নাবালিকাকে লক্ষ্য করে গুলি চালায়। ছররা বন্দুকের গুলি নাবালিকার বুক ফুঁড়ে যায়। মেয়ের আর্তনাদ শুনে ছুটে আসেন মা। তিনি দেখেন, বিছানা তখন রক্তে ভেজা এবং মেয়েটি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। ততক্ষণে আততায়ীরা ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে।

জমি বিবাদেই সূত্রপাত:

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার সূত্রপাত এলাকার এক বাসিন্দার সঙ্গে নাবালিকার বাবার এক শতক জমি দখলকে কেন্দ্র করে পুরনো ঝামেলা। শনিবার সন্ধ্যায় ওই বিবাদের জেরেই আততায়ীরা নাবালিকার বাবার খোঁজ করতে এসেছিল। তাঁকে না পেয়ে ক্ষোভে বা আক্রোশে তাঁর মেয়ের উপর গুলি চালানো হয় বলে অভিযোগ।

এই ঘটনার পর ইসলামপুর থানার পুলিশ তদন্তে নেমেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে, কেন বাবাকে না পেয়ে মেয়েকে গুলি করা হলো, নাকি নাবালিকার উপরই আততায়ীদের কোনো পুরনো আক্রোশ ছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy