উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার ভোয়ালির কাছে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জন পুণ্যার্থীর। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বরেলি থেকে ন’জন যাত্রী নিয়ে একটি স্করপিও গাড়ি বিখ্যাত বাবা নীম করোলি ধামের উদ্দেশে রওনা দিয়েছিল। সকাল সাড়ে ৯টা নাগাদ ভোয়ালি পেট্রোল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার কাজে নামে পুলিশ, দমকল ও SDRF বাহিনী। দুর্ঘটনায় মৃতদের পরিচয় পাওয়া গিয়েছে— গঙ্গা দেবী (৫৫), ব্রিজেশ কুমারী (২৬) এবং ন্যান্সি গঙ্গওয়ার (২৪)। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান্ত্রিক গোলযোগ না কি চালকের অসাবধানতা, কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশে একই ভাবে তীর্থযাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল।