মুর্শিদাবাদের রাজনীতিতে ফের চাঞ্চল্য সৃষ্টি করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার তিনি সরাসরি বাবরি মসজিদ গড়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। তাঁর ঘোষণা, আগামী ৬ ডিসেম্বর তিনি ওই মসজিদের শিলান্যাস করবেন।
সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) তিনি এই কাজের জন্য জমি খুঁজতে বেরোন। জানা গেছে, প্রথমে তিনি বেলডাঙায় জমি দেখতে চেয়েছিলেন। তবে বেলডাঙার বিকল্প হিসেবে তিনি মুর্শিদাবাদের কান্দির জিবন্তী এলাকায় জমি খুঁজছেন।
বিধায়কের চাঞ্চল্যকর মন্তব্য:
বাবরি মসজিদ নির্মাণের কথা বলে হুমায়ুন কবীর মূলত রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিলেন। তাঁর এই মন্তব্যটি অত্যন্ত চাঞ্চল্যকর, কারণ বাবরি মসজিদ একটি জাতীয় সংবেদনশীল বিষয়, যা নিয়ে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছে।
রাজনৈতিক মহলে তোলপাড়:
তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য রাজ্যের শাসকদলের জন্য নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মুহূর্তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করছেন, তখন এক বিধায়কের এমন কট্টর মন্তব্য দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে।
মুর্শিদাবাদের এই নেতা অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৬ ডিসেম্বর মসজিদের শিলান্যাস করার ঘোষণা দিয়ে হুমায়ুন কবীর একটি নির্দিষ্ট ভোটব্যাঙ্কের কাছে বিশেষ বার্তা দিতে চাইলেন।
তবে শাসকদল এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। হুমায়ুন কবীরের এই ঘোষণাকে কেন্দ্র করে আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।