রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে দেওয়া ওবিসি (OBC) শংসাপত্র ব্যবহারের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। মামলাকারী আইনজীবী অরিজিৎ বক্সীর দাবি, হাইকোর্টের রায় অনুযায়ী এই ১৪ বছরের ওবিসি শংসাপত্রগুলি বর্তমানে বৈধ নয়, তাই নথিপত্র যাচাইয়ের সময় এগুলিকে মান্যতা দেওয়া উচিত নয়। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও এই জরুরি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, যার শুনানি আগামী সোমবার হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট ২০১০ পরবর্তী সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানালে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি হয়। বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও, রাজ্যে এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় ওবিসি শংসাপত্রকে প্রামাণ্য নথি হিসেবে রাখা হয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো পদক্ষেপ না করায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারী।