অনেকেই চাকরির পিছনে না ছুটে ভিন্ন পথে সফল হওয়ার চেষ্টা করেন, কিন্তু গোরেলালের ব্যবসার কৌশল সত্যিই অভিনব। ২০ বছর বয়সী উত্তরপ্রদেশের কানপুরের এই যুবক বাইকে চড়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দেন শুধুমাত্র মহিলাদের চুল সংগ্রহ করে তার বিনিময়ে গৃহস্থালির জিনিসপত্র দেওয়ার জন্য। তাঁর এই ভ্রাম্যমাণ ব্যবসাটি তাঁকে প্রতিদিন ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত লাভ এনে দেয়।
২০ বছর বয়সী গোরেলাল জানান, তাঁর খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তিনি মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপরই তিনি এই লাভজনক ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি বলেন, “আমি এই ব্যবসা শিখতে বছরের পর বছর কাটিয়েছি। তবে, বিগত বছর থেকে আমি সম্পূর্ণরূপে নিজেই এই ব্যবসা শুরু করেছি।”
উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত সফর
গোরেলাল ব্যাখ্যা করেন, “এই ব্যবসাটি লাভজনক, তাই আমি বাইকে শত শত কিলোমিটার ভ্রমণ করি। যেখানেই আমি মহিলাদের চুল পাই, সেখানেই আমরা ক্যাম্প করি। অর্থাৎ, আমরা সেখানে একটি ঘর ভাড়া করি এবং মাসের পর মাস থাকি।” বর্তমানে তাঁরা ছত্রপুর জেলায় অবস্থান করছেন, কারণ তাঁর মতে, শীতকালে মহিলাদের চুল সবচেয়ে বেশি পাওয়া যায়। তিনি জানান, তাঁরা উত্তরপ্রদেশের সমস্ত জেলা থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বাইকে করে ভ্রমণ করেছেন। এমনকি কানপুর থেকে ভোপাল পর্যন্ত তিনি বাইকে গিয়ে সেখানে থেকেও ব্যবসা করেছেন।
৪,০০০ টাকা প্রতি কেজি দরে চুল কেনা
গোরেলাল জানান, “আমরা এখানকার লোকজনের কাছ থেকে চুল ৪,০০০ টাকা প্রতি কেজি দরে কিনে থাকি। আমরা আমাদের সঙ্গে বাসনপত্রও বহন করি, কারণ মহিলারা বেশিরভাগই গৃহস্থালির জিনিসপত্র নিতে পছন্দ করেন।” তিনি জানান, সংগৃহীত চুল তিনি সেই জেলাতেই বিক্রি করেন যেখানে কেনা হয়, ফলে দূর-দূরান্তে পরিবহনের ঝামেলা এড়ানো যায়। গোরেলাল তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের এই ব্যবসা করতে দেখেই ধারণাটি পেয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন এটি অত্যন্ত লাভজনক হবে।