কেন্দ্রের বিরুদ্ধে ফের একবার বকেয়া ইস্যুতে ‘বিমাতৃসুলভ’ আচরণের গুরুতর অভিযোগ তুলল রাজ্যের শাসকদল তৃণমূল। এবার নিশানায় বিদ্যুৎ তহবিলের বরাদ্দ। অভিযোগ, বাংলার জন্য বিদ্যুৎ তহবিলের প্রাপ্যের পরিমাণ কমানো হচ্ছে এবং বরাদ্দ টাকা সময়মতো ছাড়ছে না মোদী সরকার। তৃণমূলের এই অভিযোগের সত্যতা যাচাই করতে সংসদে তথ্য তলব করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য বরাদ্দ পরিবর্তিত বিতরণ খাত প্রকল্প বা আরডিএসএস (RDSS) তহবিল থেকে বাংলার হাতে কেন্দ্র কতটা টাকা তুলে দিয়েছে, তার খতিয়ান চান। পাশাপাশি, তিনি বিজেপি-শাসিত রাজ্য-সহ অন্যান্য রাজ্যের প্রাপ্য টাকার হিসাবও দেখতে চান। অভিষেকের এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক, যিনি সমস্ত তথ্য তুলে ধরেছেন।প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, ২০২১ সালে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক কর্তৃক আরডিএসএস তহবিল শুরু করা হয়। এর মূল লক্ষ্য ছিল—প্রতিটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখা, রাজ্য যাতে কম খরচে বিদ্যুৎ সরবরাহ করতে পারে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া এবং রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলির আর্থিক ক্ষতির পরিমাণ কমানো। এই সূত্র ধরেই বাংলাতেও এই তহবিলের টাকা আসে। কিন্তু তৃণমূলের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলিতে প্রাপ্য টাকা পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।আর্থিক বছরের খতিয়ান:কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীপদ নায়কের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলার জন্য এই খাতে মোট বরাদ্দ রয়েছে ৬ হাজার ৪২৩ কোটি টাকা। কিন্তু বিগত তিন অর্থবর্ষে তার সামান্য অংশই ছাড়া হয়েছে:আর্থিক বছরবাংলায় প্রাপ্ত অর্থের পরিমাণ (কোটি টাকা)২০২৩-২৪২২১ কোটি টাকা২০২৪-২৫৬০১ কোটি টাকা২০২৫-২৬ (নভেম্বর পর্যন্ত)৪৯ কোটি টাকাবিজেপি শাসিত রাজ্যদের সঙ্গে তুলনা:তৃণমূলের অভিযোগ, ১০০ দিন-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতোই এবারও আরডিএসএস প্রকল্পেও বাংলার প্রতি একই ‘নীতি’ নিয়েছে কেন্দ্র। বিজেপি শাসিত রাজ্যগুলিকে ‘ভরাচ্ছে’ দিল্লি। কেন্দ্রীয় প্রদত্ত তথ্য অনুযায়ী, একই সময়ে:ছত্তীসগঢ় এই তিন অর্থবর্ষে পেয়েছে যথাক্রমে ১৭৮ কোটি, ৩০৪ কোটি এবং ৩৮২ কোটি টাকা।সবচেয়ে বেশি পেয়েছে মধ্য প্রদেশ। আরডিএসএস তহবিল থেকে চলতি বছরে তাদের প্রাপ্যের পরিমাণ ১ হাজার ২৩৫ কোটি টাকা।এই তথ্য সামনে আসার পরই রাজ্য রাজনীতিতে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের পারদ চড়েছে।
Home
OTHER NEWS
বাংলার বিদ্যুৎ তহবিলে কোপ! কেন্দ্রের ‘বিমাতৃসুলভ’ আচরণে সরব তৃণমূল, অন্য রাজ্যের সঙ্গে কত ফারাক?
Related Posts
হাওড়ায় ট্রেন লেটের জন্য দায়ী সাউথ ইস্টার্ন রেল! দক্ষিণ পূর্ব ডিভিশনের অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন পূর্ব রেলের GM