বাংলাদেশে ফের রক্তপাত! ইনকিলাব মঞ্চের পর এবার এনসিপি নেতাকে মাথায় গুলি

ওসমান হাদির রেশ কাটতে না কাটতেই বাংলাদেশে ফের প্রকাশ্যে চলল গুলি। এবার নিশানায় জাতীয় নাগরিক পার্টি (NCP)-র শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদার। সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ খুলনার সোনাডাঙ্গা এলাকায় একটি বাড়িতে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর বিষয় হলো, হাদির মতোই মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করেই গুলি করা হয়েছে।

গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনসিপি নেতা সাইফ নেওয়াজ জানিয়েছেন, সামনেই খুলনায় একটি বড় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, যার আয়োজক ছিলেন মোতালেব শিকদার। ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করার পর গত ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়, যা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। সেই ক্ষোভের আগুন নিভতে না নিভতেই ফের রাজনৈতিক খুনের চেষ্টায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। তার আগে পরপর এমন হাই-প্রোফাইল হামলা দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy