আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা বা ইলেক্টোরাল রোল তৈরির কাজ সরেজমিনে খতিয়ে দেখতে এসে সেই কাজে সন্তোষ প্রকাশ করলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বুধবার পূর্ব বর্ধমান জেলাশাসকের দফতরে দিনভর বৈঠক শেষে তিনি জানান, এই কাজে “খুব মারাত্মক সমস্যা কিছু নেই, কিছু কিছু সফটওয়্যার রিলেটেড সমস্যা ERO-রা (Electoral Registration Officers) তুলে ধরেছেন।”
দু’টি প্রধান বিষয় নিয়ে আলোচনা:
জেলাশাসকের দফতরে প্রতিটি বিধানসভা এলাকার ERO-দের সঙ্গে বিশদ আলোচনা করেছেন সুব্রত গুপ্ত। মূলত দু’টি বিষয় বৈঠকে উঠে এসেছে:
১. এনুমারেশনের কাজ: এনুমারেশনের কাজ কত দূর এগিয়েছে, কত ফর্ম সংগ্রহ এবং ডিজিটাইজ হয়েছে। ২. অসংগৃহীত ফর্ম: যে ফর্মগুলি এখনও সংগ্রহ করা হয়নি, কেন হয়নি এবং সেগুলিকে দ্রুত সিস্টেমের মধ্যে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পর্যবেক্ষক জানান, কিছু কিছু ক্ষেত্রে ফর্ম দেওয়ার পরও তা জমা পড়েনি, কারণ সেই ব্যক্তি বাইরে চলে গিয়েছেন বা পরে জমা দেবেন ভেবেছিলেন—সেই ফর্মগুলি ‘আনকালেক্টেড’ থেকে গিয়েছে।
ত্রুটিমুক্ত রোলের আশ্বাস:
সুব্রত গুপ্ত বলেন, “আমাদের যা অ্যাসেসমেন্ট, কাজটা সিস্টেমেটিকালি হয়েছে এবং আমাদের যারা ERO আছেন, তারাও চেষ্টা করছেন সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত রোল তারা তৈরি করতে পারেন। আগামী সাত-আট দিনের মধ্যে সেই চেষ্টাই হবে।”
ড্রাফট পাবলিকেশনের পরই আসল পরীক্ষা:
তবে কাজের মান নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে তিনি রাজি হননি। তিনি বলেন, “সন্তোষজনক কি সন্তোষজনক নয়, সেটা ড্রাফট পাবলিকেশনের পরেই বোঝা যাবে, কারণ তখনই আমরা বুঝতে পারবো কতটা অ্যাকুরেট হয়েছে।”
আগামী ১১ ডিসেম্বর ড্রাফট পাবলিকেশন হওয়ার পরই ভোটাররা এই তালিকা দেখতে পাবেন। ওই দিনই ভোটারদের তালিকা সব অফিসে টাঙিয়ে দেওয়া হবে এবং এর কপি রাজনৈতিক দলগুলির কাছেও পৌঁছে দেওয়া হবে, যাতে তাদের ফিডব্যাকের উপর নির্ভর করে কাজের গুণমান বোঝা যায়।
কমিশনের কড়া নির্দেশ:
কমিশনের নির্দেশ মেনে ERO-দের জন্য দুটি কড়া নির্দেশ জারি করা হয়েছে:
১. সংগৃহীত ফর্ম রাখা যাবে না: সংগৃহীত ফর্ম আর কোনো অবস্থাতেই অফিসে ফেলে রাখা যাবে না। ২. অসংগৃহীত ফর্মের ব্যবস্থা: ‘আনকালেক্টেড’ ফর্মগুলিকে দ্রুত সিস্টেমের মধ্যে রেজিস্টার করাতে হবে—হয় স্ক্যান করে ঢোকানো হবে, না হয় সেটা ‘আনমার্ক’ করা হবে।
এছাড়াও, তিনি স্পষ্ট করে দেন, “যদি কোনও ব্যক্তি বাংলাদেশি বা অন্য কোনো দেশের হন, কিন্তু তার নাম ভুলবশত এখানকার রোলে থেকে থাকে, তদন্ত করে নাম বাদ দেওয়া হবে।”