সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা এবার কাল হলো সাধারণ মানুষের জন্য। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ছাড়ি গঙ্গার উপর তৈরি অস্থায়ী বাঁশের ব্রিজটি এখন অতীত। ব্রিজের ওপর কনটেন্ট ক্রিয়েটরদের বিপজ্জনক নাচানাচি এবং রিলস বানানোর হিড়িক দেখে দুর্ঘটনার আশঙ্কায় সেটি পুরোপুরি বন্ধ করে দিল জেলা পরিষদ।
কেন এই কঠোর সিদ্ধান্ত? পূর্বস্থলী ও নদিয়ার ইদ্রাকপুরের সংযোগকারী এই ব্রিজে প্রতিদিন ভিড় করছিলেন যুবক-যুবতীরা। ব্রিজ দুলছে জেনেও চলছিল লাফালাফি ও ভিডিও শ্যুট। বারবার সতর্ক করা সত্ত্বেও ছবি তোলা বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত ব্রিজের অংশ খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে সাধারণ যাত্রীদের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পর্যটন স্পট হিসেবে জনপ্রিয় হলেও, বর্তমানে সাধারণ মানুষকে ফের নৌকায় করে নদী পার হতে হচ্ছে, যা নিয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীদের একাংশ।