নদীভাঙনের গ্রাসে ভিটেমাটি হারিয়ে বছরের পর বছর যারা যাযাবরের মতো দিন কাটাচ্ছিলেন, নতুন বছরের শুরুতেই তাঁদের মুখে ফুটল চওড়া হাসি। মুর্শিদাবাদের লালবাগ মহকুমায় প্রথম দফায় ৫৪টি ভাঙন কবলিত পরিবারের হাতে তুলে দেওয়া হল সরকারি জমির পাট্টা। প্রশাসনের এই উদ্যোগে দীর্ঘদিনের উদ্বাস্তু জীবনের অবসান ঘটতে চলেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ১৩৪টি পরিবারকে পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের এই পাট্টা হাতে পাওয়ার ফলে পরিবারগুলো এখন থেকে ‘বাংলার আবাস যোজনা’র আওতায় পাকা ঘর তৈরির সুযোগ পাবেন। পাট্টা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং লালগোলার বিধায়ক মহম্মদ আলি। জনপ্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, ভাঙন কবলিতদের পুনর্বাসন দেওয়াই এখন তাঁদের অগ্রাধিকার। পাট্টা হাতে পেয়ে আবেগাপ্লুত এক সুবিধাভোগী জানান, “সব হারিয়ে ভেবেছিলাম আর মাথা গোঁজার ঠাঁই হবে না, আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।” ধাপে ধাপে বাকি পরিবারগুলোকেও জমি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।