বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর এলাকায় সোনা পাওয়ার সম্ভাবনা নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে। সংসদের রাজ্যসভায় দেওয়া খনিজ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে ওই এলাকায় G4 পর্যায়ের প্রাথমিক খনিজ অনুসন্ধান চালিয়েছে GSI। এই সমীক্ষার মূল লক্ষ্য ছিল মাটির নিচে সোনার অস্তিত্ব খুঁজে বের করা।
খবরটি প্রকাশ্যে আসতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, যদি সত্যিই সেখানে সোনা পাওয়া যায়, তবে জেলার অর্থনৈতিক চেহারা বদলে যাবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, G4 হলো অনুসন্ধানের একেবারে প্রাথমিক ধাপ। বাণিজ্যিক উত্তোলনের জন্য ভবিষ্যতে আরও উন্নত পর্যায়ের (G3, G2 ও G1) পরীক্ষার প্রয়োজন। শুধু বাঁকুড়া নয়, পাশের জেলা পুরুলিয়াতেও একাধিক বিরল খনিজ নিয়ে অনুসন্ধান চলছে বলে জানা গিয়েছে।