বহুমুখী প্রতিভার স্বীকৃতি! রেকর্ডবুকে নাম উঠল দাসপুরের ‘বিস্ময় বালক’ ভিভানের, মাত্র ৭ বছর বয়সেই ৩২টি পুরস্কার জয়

বহুমুখী প্রতিভার জন্য অবশেষে রেকর্ডবুকে নাম উঠল দাসপুরের ‘বিস্ময় বালক’ ভিভান পণ্ডিতের। বয়স মাত্র ৭। এই ছোট বয়সেই তিনি বিভিন্ন বিষয়ে ৩২টি মেডেল, ট্রফি ও সার্টিফিকেট পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন।

এই খুদে ভিভান পশ্চিমবঙ্গের দাসপুরের বলিহারপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা সুশান্ত পণ্ডিত শিক্ষকতা সূত্রে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে থাকেন এবং মা শতাব্দী মান্না পণ্ডিত নাচিন্দা হাইস্কুলের শিক্ষিকা।

প্রতিভার ঝলক:
ভিভানের দক্ষতার তালিকা বেশ দীর্ঘ। তিনি একাধারে:

দাবা ও অ্যাবাকাস অঙ্কে অত্যন্ত দক্ষ।

সাঁতারে প্রথম স্থান অর্জন করেছেন।

বিভিন্ন কুইজ, যোগব্যায়াম ও রানিং রেসে পুরস্কার জিতেছেন।

এছাড়াও তিনি নাটক, ছবি আঁকা এবং যেমন খুশি সাজো প্রতিযোগিতাতেও দক্ষতা দেখিয়েছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য হলো, পড়াশোনাতেও ভিভান অত্যন্ত মেধাবী। সে স্কুলেও ‘বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পুরস্কারটি ছিনিয়ে নিয়েছে।

বাবা-মায়ের প্রতিক্রিয়া:
ভিভানের বাবা সুশান্তবাবু ও মা শতাব্দী জানান, ছোটবেলা থেকেই ভিভানের বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল। তাঁরা সেই আগ্রহগুলিকে খেলার ছলেই গুরুত্ব দিয়েছেন।

তাঁরা বলেন, “বাকিটা ও নিজের জেদেই করত। বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে গিয়ে দেখলাম পুরস্কারও জিতে নিচ্ছে। তখনই বুঝলাম ওর মধ্যে কিছু প্রতিভা রয়েছে, যেগুলিকে যত্ন করলে পরবর্তীকালে ও রত্ন হতে পারে।”

রেকর্ডবুকে নাম:
ছেলের এই অসাধারণ কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে ভিভানকে পদক ও মানপত্র দেওয়া হয়। ভিভানের বাবা সুশান্তবাবু এটিকে তাঁদের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। পুরস্কারজয়ী ভিভানের ছোট্ট প্রতিক্রিয়া, ‘খুব ভাললাগছে।’

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy