বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রাপথে এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তবে এবারের আলোচনা ট্রেনের গতি নিয়ে নয়, বরং ট্রেনের ভেতরে আলাপ হওয়া এক ১৬ বছরের কিশোর প্রতিভাকে নিয়ে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে থারুর জানিয়েছেন, সম্প্রতি যাত্রাপথে তাঁর পরিচয় হয় রাউল জন আজু নামের এক তরুণ এআই (AI) গবেষকের সঙ্গে, যার উদ্ভাবনী শক্তি দেখে মুগ্ধ দুঁদে এই রাজনীতিক।
রাউল ও তাঁর দল এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করছে যা মালয়ালম, হিন্দি ও উর্দু ভাষায় ভয়েস প্রসেসিং করতে সক্ষম। থারুর জানান, তাঁদের আলোচনায় উঠে এসেছে এআই-কে ভারতের বৈচিত্র্যময় স্থানীয় ভাষায় দক্ষ করে তোলার প্রয়োজনীয়তার কথা। মজার ছলে থারুর উল্লেখ করেন, রাউলের টিমে ‘ইশান’ নামে এক বন্ধুও রয়েছে, যা তাঁর নিজের ছেলের নামের সঙ্গেই মিলে যায়।
Encounters on the Vande Bharat are often pleasant, but rarely this illuminating!
I had the pleasure of meeting Raul John Aju, a 16-year-old tech whiz who is doing incredible work in the field of Artificial Intelligence. We spoke about the necessity for AI to transcend borders… pic.twitter.com/xyaUfPgrkk
— Shashi Tharoor (@ShashiTharoor) January 7, 2026
দেশের তরুণ প্রজন্মের এই আত্মবিশ্বাস দেখে আশাবাদী থারুর লিখেছেন, “এই ধরনের মেধা আমাদের যুবসমাজের মধ্যে দেখা সত্যিই হৃদয়স্পর্শী। এই তরুণ মস্তিষ্কগুলোই একবিংশ শতাব্দীর ভারতের উন্নয়নের গল্প লিখবে।” প্রযুক্তি ও ভাষার মেলবন্ধনে ভারতের ভবিষ্যৎ যে রাউলদের হাত ধরে উজ্জ্বল হতে চলেছে, থারুরের এই পোস্ট সেই বার্তাই দিচ্ছে।