বড়দিন মানেই তিলোত্তমার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট। আর সেই জনজোয়ার সামলাতে এবার নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। মঙ্গলবার খোদ পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বড়দিনের ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছেন।
কবে থেকে কড়াকড়ি? ২৪শে ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫শে ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় যান চলাচলে ব্যাপক বিধিনিষেধ থাকবে। পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর থাকছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। পরিস্থিতি অনুযায়ী বৃহস্পতিবারও একই নিয়ম কার্যকর হতে পারে।
রাস্তায় একগুচ্ছ বদল: * ওয়ান-ওয়ে: শেক্সপিয়র সরণি (পূর্ব থেকে পশ্চিম), হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব) সহ মিডলটন স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে ওয়ান-ওয়ে যাতায়াত ব্যবস্থা চালু থাকবে।
নো এন্ট্রি: রয়েড স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে ঢোকা যাবে না।
নো পার্কিং: পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, উড স্ট্রিট ও রাসেল স্ট্রিট সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকাকে ‘নো পার্কিং জোন’ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তার ব্লু-প্রিন্ট: যুবভারতীতে সাম্প্রতিক বিশৃঙ্খলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক লালবাজার। প্রায় ১৫০০ অতিরিক্ত পুলিশ কর্মী নামানো হচ্ছে রাজপথে। ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি এবং সাদা পোশাকের পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম ও অ্যাম্বুল্যান্স। এমনকি পথচারীদের হাঁটার পথেও থাকছে ‘ওয়ান-ওয়ে’ সিস্টেম, যাতে এক জায়গায় ভিড় না জমে।